An interesting fact about "THE ALCHEMIST"


The Alchemist বই এর কথা কমবেশি আমরা সবাই জানি। আমি আমার জীবনে হাতেগোনা সর্বোচ্চ ৫/১০ টা বই পড়েছি। কিন্তু তারপরও এই বইটার প্রতি আমার ভালোবাসা কোনোদিনও কমে না। আমার বই পড়ার অভ্যাস অনেক কম থাকলেও এই বইটা বারবার পড়তে ইচ্ছা করে কেনো জানি। তো আজকে এই বইটা নিয়েই কিছু বলতে চাচ্ছি। 

The Alchemist বই তে একটা কথা ছিলো, 

“And, when you want something, all the universe conspires in helping you to achieve it.”

কথাটার গভীরতা বুঝানোর সাধ্য নেই আমার। এর প্রমাণ আমি নিজে অনেক পেয়েছি। সেটা হোক নিজেকে নিয়ে, অথবা অন্যকারো জীবনকে দেখে। কিন্তু এতদিন পর, আজকে জানতে পারলাম আরেক অদ্ভুত ঘটনা যা থেকে আবারো এই কথাটার প্রমাণ পেলাম।

বইটার লেখক কোয়েলহো যখন বইটা নিয়ে প্রথম ব্রাজিলিয়ান এক পাবলিশারের কাছে যায়, তখন মাত্র ৯০০ কপি ছাপান ওই প্রকাশক। সেই প্রকাশক বিশ্বাস করতো যে এই টাইটেল এর বই ৯০০ কপির বেশি বিক্রি হবে না। এবং সত্যিই তাই হয়। প্রকাশকের বিশ্বাস ছিলো অতি দৃঢ়।

অপরদিকে কোয়েলহোরও বিশ্বাস ছিলো যে তার এই বই পৃথিবীতে সাড়া জাগানো বই হবে। তাই সেও পরবর্তীতে আবার বইটির রাইটস/সত্ত্বা কিনে নেয় প্রকাশক থেকে। এবং এরপর তিনি আরেক ব্রাজিলিয়ান প্রকাশকের কাছে যান এবং খুব নম্রতার সাথেই বলেন, "আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারবো না এই বইয়ের বিক্রির ব্যাপারে, তবে আমার দৃঢ় বিশ্বাস এই বই একদিন পৃথিবীর বেস্ট সেলার বই হবে"। সেই প্রকাশক খুব একটা কথা না বাড়িয়ে অচিরেই উত্তর দেন, "Let's give it a try."। এবার বইটির কয়েক হাজার কপি বিক্রি হয়। এবং পুরো ব্রাজিলে এই বইয়ের নাম ছড়িয়ে পড়ে। তবে এবারো কিন্তু এটি পৃথিবীর বেস্ট সেলার বই হয়নি।

২০০৯ সালে কোয়েলহো এক ইন্টারভিউতে বলেন, 

"I was 41 and desperate. But I never lost faith in the book or ever wavered in my vision. Why? Because it was me in there, all of me, heart and soul. I was living my own metaphor."

দ্বিতীয়বার প্রকাশনার আটমাস পর একজন আমেরিকান টুরিস্ট বইটি পড়ে কোয়েলহোকে আমেরিকান প্রকাশকের দারস্ত হওয়ার জন্য বলেন। তিনি বলেন এ কাজে তিনি নিজেই সহায়তা করবেন। এরপর কোয়েলহো জানান, "বইটি ১১৯টি দেশে পৌছানো সম্ভব হতো না যদি না এই বইয়ের ইংরেজী অনুবাদ প্রকাশ করা হতো।"। এবং এরপরের ইতিহাস আমরা কম বেশি সবাই জানি। এই বইটি এখন পর্যন্ত ১৫০ মিলিয়ন কপি বিক্রি হয়।

কোয়েলহো মনে প্রাণে বিশ্বাস করতেন তার এই বই পুরো পৃথীবিতে বেস্ট সেলার হবে, এবং তাই হয়েছে। প্রথম প্রকাশক মনে প্রাণে বিশ্বাস করেছিলো এই বই ৯০০ কপির বেশি বিক্রি হবে না, এবং তাই হয়েছে। দুজনেই দুজনের বিশ্বাসকে বাস্তবে রুপ দিয়েছেন তাদের চেষ্টার মাধ্যমে। 

মজার বিষয় হলো, ২০১১ সালে The New York Times এর এক ইন্টারভিউতে কোয়েলহো জানান তিনি আসলে নিজেও বুঝেননি এত মিলিয়ন মিলিয়ন কপি বিক্রি হতে পারে তার এই ছোট্ট বইটার। তিনি বলেন, 

"It’s difficult to explain why. I think you can have 10,000 explanations for failure, but no good explanation for success"

বোনাসঃ কোয়েলহো এই বইটি মাত্র ২ সপ্তাহে লিখেছিলেন। এত কম সময়ে কিভাবে এরকম একটা বই লিখলেন তা জানতে চাইলে তিনি বলেন, 

"The book was already written in my soul."। 

Brainless Loco

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Hello there! If you have read any of my blogs, please feel free to give me feedbacks via comments or message. This'll really help me to to improve.
Please don't share any spam via comments.