হঠাত করে আজকে সকালে ইমন এসে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানালো। আমি অবাক হয়ে জিজ্ঞাস করলাম যে কয়েকদিন আগেই না শিক্ষক দিবস গেলো? ও বললো, "কই না তো! আজকেই তো ৫ তারিখ। আর আজকেই শিক্ষক দিবস।" আমি একটু অবাকই হইসি। কিভাবে জানি জীবন থেকে আরো ১ টা বছর চলে গেলো। গত বছরই তো ইমন কত সুন্দর করে একটা ম্যাসেজ দিয়েছিলো আমাকে। এবছরও উইশ করতে ভুললো না।
আচ্ছা শিক্ষক দিবস কি বিশেষ কিছু? হয়তো বিশেষ। কিন্ত সত্যি বলতে আমি আমার এই জীবনে মোটামুটি সব শিক্ষক থেকে লাইফ রিলেটেড প্রচুর জিনিস শিখেছি যা বলে শেষ করার মতো না। ক্লাস পার্ফম্যান্স বাজে থাকলেও আমি কখনোই নন-একাডেমিক কিছু শিখতে মিস করি না। এটা শুধু আমার শিক্ষকদের ক্ষেত্রে না। আবার আশেপাশে থাকা সকলের থেকেই আমি চেষ্টা করি কিছু না কিছু শিখতে। কবি যে বলেছে, "বিশ্বজোড়া পাঠশালা মো্র, সবার আমি ছাত্র" - এটা আমি অনেক আগে থেকেই মেনে চলে আসছি। তাই আমার পরিচিত এবং আমার চেনা সবাইকে জানাই শিক্ষক দিবসের শুভেচ্ছা। তোরা, তোমরা এবং আপনারা ছিলেন বলেই আজ আমি অল্প কিছু হলেও জানি।
You all are really very important, precious to me. You all have too many impacts to my life. You all have contributed a lot to my life.
ব্যাক্তিজীবনে আমার স্কুল, কলেজের সব শিক্ষককে স্মরণ করার সাথে সাথে আমি আমার বিশ্ববিদ্যালয় জীবনের ২টা শিক্ষককে স্পেসিফিকালি স্মরণ করতে চাই। একটা সময় ছিলো যখন আমি আমার ধরেই নিয়েছি যে এই পৃথিবীতে আমি আসলে ভুলে জন্ম নিয়ে নিসি। আমি আসলে মানুষ হওয়ার যোগ্য না। আমার মধ্যে না আছে কোনো ট্যালেন্ট, না আছে কোনো ইচ্ছা, না আছে কোনো স্বপ্ন। আমি শুধু প্রতিদিন অক্সিজেন নষ্ট করতেসি বলে মনে হচ্ছিলো। ঠিক তখনই আমার জীবনে ২টা শিক্ষক আসে যারা আমার লাইফ পুরো চেঞ্জ করে দেয়। নিজেকে Reinvent কিভাবে করা যায় তা আমাকে এই ২জন শিক্ষকই শিখিয়েছে। এই ২টা মানুষের এত বিশ্বাস আমার উপর যা আমাকে মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করতে বাধ্য করে যে আমি কি আসলেই যোগ্য কিনা বা আমি কি পারবো কিনা এই বিশ্বাস ধরে রাখতে। ফাহিম স্যার, যে আমাকে বুঝিয়েছে যে আমার আসলে কিভাবে লাইফ ঘুরানো উচিত, আর রুদ্র স্যার যে আমাকে বুঝিয়েছে যে সবকিছু আমার ভুল না, এবং চেষ্টা কিভাবে করা উচিত। আমি আসলে প্রতিদিনই মনে হয় একবার করে ভাবি যে এই দুইজন স্যার আমার লাইফে না আসলে আমার কি হতো। আমার মোটিভেশন থেকে শুরু আমার লাইফে চলার মতো শক্তি সব আমি এই দুইজন থেকে পেয়েছি। আমার অসীম কৃতজ্ঞতা এই ২টা মানুষের প্রতি।
শিক্ষক দিবসে বাবা-মা, আমার সকল শিক্ষক, সকল বন্ধুদের নতুন করে শুভেচ্ছা জানানো হয়তো একটু মেলোড্রামাটিক লাগবে। কারণ আমি সবসময়ই সবাইকেে ছোট ছোট কিছুর জন্য হলেও এপ্রিসিয়েশনের উপর রাখি। কিন্ত আরো একটা গ্রুপ আছে যাদের আমি শুভেচ্ছা জানাতে চাই।
এরা ঠিক আমার হেটার্স না। তবে এদের ইম্প্যাক্ট অনেক আমার লাইফে। আমি শুভেচ্ছা জানাই সেইসকল মানুষদের যারা আমার লাইফ থেকে চলে গিয়েছো, যারা আমাকে অনেক অনেক ঘৃণার চোখে দেখো/দেখেছো, যারা আমাকে বুঝিয়ে দিয়েছো যে আমি তোমাদের লাইফে থাকার যোগ্যতা অর্জন করতে পারি নাই, যাদের সাথে একটা সময় অনেক অনেক কথা হতো কিন্ত এখন কোনো এক বিশেষ কারণে কথা হয় না, যারা অন্যের জন্য আমাকে দূরে সরিয়েছো, আমাকে ছোট ফিল করিয়েছো, যারা আমার এত কাছের হওয়া সত্ত্বেও এত এত কষ্ট দিয়েছো যা আমার কল্পনাতীত ছিলো, যারা হার্ট করতে করতে আমাকে শক্ত হওয়া শিখিয়েছো, আমাকে পেইন হ্যান্ডেলিং শিখিয়েছো, আমাকে আরো শক্ত বানিয়েছো। তোমরা সবাই আমার লাইফে আমাকে ইনভেন্ট করতে সাহায্য করেছো। তোমরা হয়তো জানোও না যে আমি এখনো তোমাদের কথা ভেবে কতটা কান্না করি এবং ঠিক এরপরই তোমাদের প্রতি কতটা শুক্রিয়াবোধ করি। আমি তন্ময়, আজ ৫ অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবসে তোমাদের জানাই শিক্ষক দিবসের শুভেচ্ছা।
Thank you for being into my life once and leaving me forever.
সর্বোপরি আমি শুভেচ্ছা জানাই নাম না জানা অসংখ্য মানুষদের যাদের ব্লগ, কোড, রিপোসিটরি থেকে আমি অনেক অনেক কিছু শিখেছি। আমি ধন্যবাদ জানাই Stack Overflow, Github, Youtube, Coursera সহ সকল কমিউনিটি থেকে যাদের থেকে আমি অনেক অনেক জ্ঞ্যান অর্জন করেছি।
আমি আশা করবো এই পৃথিবীর সকলেই তাদের চেনা সবার জীবনে পজিটিভ শিক্ষক হয় উঠবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Hello there! If you have read any of my blogs, please feel free to give me feedbacks via comments or message. This'll really help me to to improve.
Please don't share any spam via comments.